গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৮২ জন নিহত হয়েছে। শনিবার ৫০টিরও বেশি বোমা হামলা করেছে ইসরায়েল। গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৭০৫। ইসরায়েলি এই বর্বরতার বিরুদ্ধে জেগে উঠেছে বিশ্ববিবেক।
অনেক ব্যক্তি ও সংগঠনের মতোই নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে এসে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা লাভ শেয়ার বিডি। বঞ্চিত মানুষের সাথে ভালোবাসা ভাগাভাগি করে নেয়ার উদ্দেশ্য সংগঠনটির গড়ে তুলেন বাংলাদেশি-আমেরিকান জাহিদ খান।
সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানে গাজায় নির্যাতিত শিশুদের সাহায্যার্থে ১০ হাজার ডলারের (প্রায় ১২ লাখ টাকা) একটি চেক তুলে দেওয়া হয় ফিলিস্তিনি আমেরিকান দ্বারা পরিচালিত ওয়াশিংটন ভিত্তিক সংস্থা বুটিকের প্রেসিডেন্ট মাহমুদ সারহানের কাছে।
চেকটি হস্তান্তর করেন লাভশেয়ার বিডির প্রেসিডেন্ট জাকির এইচ চৌধুরী ও সেক্রেটারি ফজলে এলাহি ভূইয়া। এসময় উপস্থিত ছিলেন জাহিদ খান ও বুটিকের সেক্রেটারি এলেক্স দেলোরা।
প্রসঙ্গত, বুটিক গাজায় সরাসরি সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।
Recent Comments