November 23, 2024
Latest news

নিউইয়র্কের ব্রঙ্কসে ভবন ধস, ৭টি অনিয়ম, গৃহহীন ১৩৮ জন

সোমবার বিকালে নিউইয়র্কের ব্রঙ্কসে একটি ভবনের একাংশ ধসে পড়েছে। এতে দুজন আহত হয়েছে।ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে ধ্বংসস্তুপের নিচে কারও অস্তিত্ব খুঁজে পায়নি বলে জানিয়েছে। ধ্বংসস্তুপ কোথাও ১২ ফুট পর্যন্ত উঁচু হয়ে আছে যা সরিয়ে দেখা হয়েছে বলে জানায় এফডিএনওয়াই।

ফায়ার ডিপার্টমেন্ট জানায়, তারা সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটে কল পেয়ে এই ঘটনাস্থলে যায়। মরিস হাইটসের ফেলান প্লেসের কাছে বিলিংসলি টেরাস নামের ভবনটিতে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে তারা দুই জনকে সামান্য আহত অবস্থায় পায় ।

দ্রুত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ লাইন বন্ধ করে ভবনটিতে উদ্ধার অভিযান শুরু করে ফায়ারের কর্মীরা।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নিউইয়র্ক সিটি এমার্জেনসি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কমিশনার জাকারি ইসকল। তিনি বলেন, ভবনটির বাসিন্দাদের জন্য দ্রুত পিএস ৩৯৬ এর সেবাকেন্দ্র খোলা হয়। এছাড়া অ্যামেরিকান রেড ক্রসের কর্মীরা বাসিন্দাদের সব ধরনের সেবা দেন।

রেডক্রস জানায় ৩৭ টি পরিবারের ১৩৮ জন মানুষ এই ভবন ধসের ঘটনায় গৃহহীন হয়ে পড়েন।

ভবনটি এক-চতুর্থাংশ ভেঙ্গে পড়েছে বলে জানান ফায়ার কমিশনার লরা কাভানা।

ডিপার্টমেন্ট অব বিল্ডিং এর রেকর্ড বলছে, গত ছয়মাসে এই ভবনটির বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ তারা পেয়েছে যা ছিলো এর নির্মাণ প্রক্রিয়ার দুর্বলতা সম্পর্কিত। ডিওবি’র কমিশনার জেমস অডো সাংবাদিকদের জানান, সাতটি প্রকাশ্য অনিয়মের ঘটনা ঘটেছে এই ভবনটি নির্মাণে। যার দুটি ভবন ডিপার্টমেন্ট এবং ৫টি পরিবেশ নিয়ন্ত্রণ বোর্ডের বিধান। 

Youtube

বিভাগসমূহ

Recent Comments
Scroll to Top
November 23, 2024

Editor & Publisher : Dr. Kanak Sarwar

© Copyright 2019-2024 Rajnity. All Rights Reserved