September 20, 2024
Latest news

ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম-২০২১ শীর্ষক বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র

৩ জুন ২০২২, শুক্রবার, 

ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম-২০২১ বা আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা-২০২১ শীর্ষক বার্ষিকরিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এতে সারাবিশ্বের ধর্মীয় সহিংসতার বিষয়ে আলোকপাত করাহয়েছে। ২০২১ সালে ঘটনাপ্রবাহ তুলে ধরে বাংলাদেশ অধ্যায়ে বলা হয়েছে- সংবিধান ইসলামকেরাষ্ট্রধর্ম ঘোষণা দিয়েছে। কিন্তু নীতিগতভাবে ধর্মনিরপেক্ষতাকে সমুন্নত রেখেছে। সংবিধানে ধর্মীয়বৈষম্যকে নিষিদ্ধ করা হয়েছে। সব ধর্মকে সমান করে দেখা হয়েছে। পারিবারিক আইনে ভিন্ন ভিন্নধর্মীয় গোষ্ঠীর জন্য আছে আলাদা আলাদা ধারা। ১৩ থেকে ২৪ শে অক্টোবর পর্যন্ত হিন্দুদের বিরুদ্ধেব্যাপক সহিংসতা দেখা দেয়। এতে মুসলিম ও হিন্দুসহ কয়েকজন নিহত হন। এ হামলার নিন্দাজানিয়েছে বাংলাদেশ সরকার।

তারা হিন্দু সম্প্রদায়কে সহায়তা এবং বাড়তি নিরাপত্তা দিয়েছে। কমপক্ষে ২০ হাজার মানুষের বিরুদ্ধেক্রিমিনাল চার্জ গঠন করেছে।  

বছরজুড়ে তিনটি হাই-প্রোফাইল ধর্মীয় ইস্যু ছিল। ২০১৫ সালে একজন প্রকাশককে হত্যার দায়েইসলামপন্থি আট উগ্রবাদীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০১৫ সালে একজন নাস্তিক ব্লগারকেহত্যার জন্য ৫ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ২০০০ সালে প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার ষড়যন্ত্রে জড়িতথাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত একটি ইসলামপন্থি গ্রুপের ১৪ সদস্যকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।উগ্রবাদ প্রতিরোধ চেষ্টায় এবং মসজিদ থেকে উস্কানিমূলক বক্তব্য মনিটর করতে সরকার সারাদেশেরইমামদের জন্য অব্যাহতভাবে গাইডেন্স বা নির্দেশনা দিয়ে গেছে। তাতে বলা হয়েছে, বয়ান দেয়ারসময় তারা কি কি বলবেন। 


হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টানসহ ধর্মীয় সংখ্যালঘুরা অব্যাহতভাবে বলে যাচ্ছে যে, জোরপূর্বক উচ্ছেদ এবংভূমি দখল প্রতিরোধে সরকার কার্যকর কিছু করছে না। সহিংসতার টার্গেটে পরিণত হতে পারে এমনধর্মীয় স্থান, উৎসব এবং ইভেন্টে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের মোতায়েন করেছে সরকার। 

ফেসবুকে ১৩ই অক্টোবর দেয়া এক পোস্টে দেখা যায় একটি মন্দিরে এক দেবীর পায়ের কাছে পবিত্রকোরআনের একটি কপি রাখা। এ ঘটনায় হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা চালান মুসলিমরা।তাদের অভিযোগ, এর মধ্য দিয়ে পবিত্র কোরআনকে অপবিত্র করা হয়েছে। মিডিয়া, অধিকারকর্মী ওসরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে সহিংসতায় কমপক্ষে চার জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। 

দেশজুড়ে মন্দির এবং হিন্দুদের সহায়সম্পত্তিতে হামলা হতে থাকে। এ ধারা চলতে থাকে ২৪ শেঅক্টোবর পর্যন্ত। হিন্দু নেতারা জানিয়েছেন, আরও সহিংসতার ভয়ে আতঙ্কিত তারা; এবং হিন্দুরা৪ঠা নভেম্বর প্রকাশ্যে দিওয়ালি উদযাপন থেকে তারা বিরত থাকেন। একই সঙ্গে মন্দিরে এবং ঘরেঘরে এ উৎসব করার কথা বলেন তারা। হিন্দুদের নিরাপত্তার অভাবের প্রতিবাদে উপাসনাকারীরাতাদের মুখ কালো কাপড় দিয়ে ঢেকে রাখেন।  আল জাজিরার জুনের এক রিপোর্ট অনুযায়ী, জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের একজন সদস্য ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেন। এ জন্যঅবাঙালি সংখ্যালঘু সম্প্রদায়ের একটি গ্রুপ তাদের ওই সদস্যকে হত্যা করে। 

মে মাসের মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, অনলাইনে একটি ভিডিও গেম নিয়ে বিরোধে খ্রিস্টান চারজনশিক্ষার্থীকে ভয়াবহভাবে আহত করে মুসলিম শিক্ষার্থীরা। পরে আহত এক শিক্ষার্থী মারা যান।একই মাসে স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামে একজন বৌদ্ধ ভিক্ষুর ওপরহামলা চালিয়ে মারাত্মক আহত হরেছে দু’ব্যক্তি। ফেব্রুয়ারিতে মিডিয়ার রিপোর্টে বলা হয়, লালমনিরহাট জেলায় খ্রিস্টানদের একটি চার্চ ধ্বংস করে দিয়ে সেখানকার সম্পদ চুরি করেছেমুসলিমদের একটি গ্রুপ।

Youtube

বিভাগসমূহ

Recent Comments
Scroll to Top
September 20, 2024

Editor & Publisher : Dr. Kanak Sarwar

© Copyright 2019-2024 Rajnity. All Rights Reserved