নিজ দেশ মিয়ানমার ফেরার আকুতি রোহিঙ্গাদের
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি পরিদর্শন করছেন কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প। রবিবার (২২ শে মে) সকালে তার নেতৃত্বে প্রতিনিধিদল কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে ইউএনএইচসিআর-এর বিভিন্ন কাযর্ক্রম পরির্শন করে।
১৪ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) নাঈমুল হক জানান, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি ক্যাম্প ঘুরে দেখেছেন। এ সময় নারী ভলানটিয়ারসহ রোহিঙ্গাদের সঙ্গে বৈঠকে অংশ নেন তিন। বৈঠকে উঠে আসে রোহিঙ্গাদের চিকিৎসা, শিক্ষা, বাসস্থানসহ নানা সুবিধা অসুবিধার বিষয়। বৈঠকে ফিলিপ্পো গ্র্যান্ডি রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায় কিনা জানতে চাইলে, তাদের পক্ষে রোহিঙ্গা নেতারা মিয়ানমারে ফিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।
পাশাপাশি প্রনিধিদল ক্যাম্প-৩ এর বি-২৪ ব্লকে ইউএনএইচসিআর কর্তৃক পরিচালিত ব্র্যাক কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন। এ সময় তারা রোহিঙ্গাদের চুল্লুং খেলা ও ফুটবল খেলা উপভোগ করেন।
পরে ডি-৫০ ব্লকে কিশোরদের শান্তি ক্লাব পরিদর্শনে যান। সেখারন দায়িত্বরত কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। ১৫ থেকে ২০ বছর বয়সের রোহিঙ্গাদের মধ্যে পাঠদান কার্যক্রম পরিদর্শন ও নারী রোহিঙ্গাদের সেলাই কার্যক্রম ঘুরে দেখেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতসহ ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ। পরে প্রতিনিধিদল দুপুরে কক্সবাজারের উদ্দেশ্যে উখিয়া ত্যাগ করেন।
এর আগে, গেল শনিবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি পাঁচ দিনের সফরে ঢাকায় এসেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সঙ্গে বৈঠক করেন। রোহিঙ্গাদের পরিস্থিতি আরো ভালোভাবে দেখতে কক্সবাজার ও ভাসানচর সফরের কথা রয়েছে তার।
Recent Comments