দেশে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে কিশোর গ্যাং তান্ডব। এই সেদিনও গাজীপুর শহরের কুনিয়া তারগাছ শিংপাড়ায় কিশোর গ্যাং সদস্যদের অস্ত্র হাতে ব্যাপক তাণ্ডবের সচিত্র খবর প্রকাশিত হয় পত্র-পত্রিকায়। জানা যায়, বৃহস্পতিবার রাতে এলাকার চিহ্নিত মাদক চোরা কারবারি হাবীব-আরিফের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা একটি গলিতে অস্ত্রের মুখে গণহারে পোশাক কারখানার শ্রমিকদের নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করছিল। এতে স্থানীয় দুই ব্যক্তি বাধা দেয়।
এর জেরে ধারালো অস্ত্রশস্ত্রে নিয়ে কিশোর গ্যাং সদস্যরা এলাকায় মহড়া দেওয়ার পাশাপাশি রাস্তায় যাকে পেয়েছে তাকেই পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে। তাদের হামলায় আহত এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অভিযোগ রয়েছে, স্থানীয় কাউন্সিলরের আশ্রয়-প্রশ্রয়ে বেড়ে ওঠা কিশোর সন্ত্রাসীরা তার পুত্র সাব্বিরের অনুসারী। এ ব্যাপারে যথাযথ তদন্ত সাপেক্ষে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করেন স্থানীয়রা।
কেবল গাজীপুর নয়, কিশোর সন্ত্রাসীদের অপরাধমূলক তৎপরতা পরিলক্ষিত হচ্ছে সারা দেশেই । বিষয়টি শুধু অভিভাবক শ্রেণি নয়, রাষ্ট্রের জন্যও দুর্ভাবনার। কিশোর বয়সে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া এসব তরুনরা যে একদিন শীর্ষ সন্ত্রাসীর খাতায় নাম লেখাবে না, তার নিশ্চয়তা কী? সমাজে ব্যাপকভাবে এ ক্ষত ছড়িয়ে পড়ার আগেই প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের এ ব্যাধি রোধে এগিয়ে আসা উচিত।
এক্ষেত্রে পরিবারের ভূমিকেই সবচেয়ে বড়। শিশুরা অসৎ সঙ্গ বর্জন করে সৎ পথে চলার শিক্ষা যদি জীবনের শুরুতেই পায়, তাহলে অবস্থার পরিবর্তন ঘটবে বলে আশা মনে করা যায়। ইদানিং মোবাইল ফোন, ইন্টারনেট ও আকাশ সংস্কৃতির থাবায় অনেক কিশোর-কিশোরীই হচ্ছে বিপথগামী। এদের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবারে যুক্তরা কী ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে, গাজীপুরের ঘটনা তার বড় প্রমাণ।
কিশোর গ্যাং তথা কিশোর অপরাধ বর্তমানে সারা দেশেই একটি সামাজিক সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। আজকাল এই অপরাধীদের হাতে দেশের স্কুল-কলেজগামী কিশোরীরা শুধু লাঞ্ছিত, অপমানিত ও যৌন হয়রানির শিকার হচ্ছে কেবল তাই নয়, একইসঙ্গে তাদের মাধ্যমে বিভিন্ন মাদকদ্রব্যের বিস্তারও ঘটছে। আর এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য জন্য অশনিসংকেত। ক্ষেত্রবিশেষে কিশোর গ্যাংয়ের উৎপাত ও নিপীড়নের মাত্রা এতটাই প্রকট হয় যে, ভুক্তভোগী অনেকে আত্মহননের পথেও পা বাড়ায়।
Recent Comments