November 21, 2024
Latest news

করোনা তান্ডবে নিউইয়র্কে বাংলা ভাষার পত্রিকাসমূহের প্রকাশনা স্থগিত

নিউইয়র্ক প্রতিনিধি : করোনা পরিস্থিতির গুরুতর আকার ধারণ করায় জনজীবনে স্থবিরতা আসায় নিউইয়র্কে থেকে প্রকাশিত ১৮টি সাপ্তাহিক পত্রিকার মধ্যে ১৬টির প্রকাশনা স্থগিত ঘোষণা করা হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ প্রতিদিন, ঠিকানা, বাঙালি, আজকাল, পরিচয়, বাংলা পত্রিকা, বাংলাদেশ, জন্মভ’মি, বর্ণমালা, বাংলা টাইমস, প্রবাস, জনতার কন্ঠ, মুক্তকন্ঠ প্রভৃতি পত্রিকা এই সপ্তাহ থেকে বন্ধ। তবে বাংলাদেশ প্রতিদিন তার অনলাইনে আপডেট অব্যাহত রাখবে।

অপরদিকে, প্রথম আলো এবং নবযুগের প্রকাশণা অব্যাহত রাখার কথা বলা হয়েছে। উল্লেখ্য, বিশেষ জরুরী প্রয়োজন ছাড়া লোকজনকে ঘরের বাইরে না যাবার পরামর্শ দেয়া হয়েছে। মসজিদে নামাজ বন্ধ করা হয়েছে। খাদ্য-সামগ্রি ব্যতিত সমস্ত দোকান বন্ধ।

এ অবস্থায় পত্রিকা প্রকাশি করলেও পাঠকের কাছে যথাযথভাবে পৌঁছানো সম্ভব নয় বলে প্রায় সবগুলোর প্রকাশনা স্থগিতের সিদ্ধান্তকে সাধারণ প্রবাসীরাও স্বাগত জানিয়েছেন।

Youtube

বিভাগসমূহ

Recent Comments
Scroll to Top
November 21, 2024

Editor & Publisher : Dr. Kanak Sarwar

© Copyright 2019-2024 Rajnity. All Rights Reserved