September 20, 2024
Latest news

যুক্তরাষ্ট্রে আগামী ৪ মাসে ৮১ হাজারের বেশি লোকের মৃত্যু হতে পারে

নিউ ইয়র্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আগামী ৪ মাসে ৮১ হাজারের বেশি লোকের মৃত্যু হতে পারে। সেইসঙ্গে দেশটিতে জুন মাস পর্যন্ত করোনার ভয়াবহতা না কমতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। ইউনিভার্সিটি অব ওয়াশিংটন স্কুল অব মেডিসিন এক গবেষণায় এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ নাগাদ দেশজুড়ে করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হবে। যদিও কিছু রাজ্যে করোনা রোগীর সংখ্যা পরবর্তীতে বাড়তে পারে। ইউনিভার্সিটি অব ওয়াশিংটন স্কুল অব মেডিসিনের গবেষণায় আরো বলা হয়েছে, করোনায় জুলাইয়ের শেষ নাগাদ পর্যন্ত লোক মারা যেতে পারে। যদিও জুনের শেষ দিকে দেশটিতে মারা যাওয়ার সংখ্যা দিনে ১০ এর নিচে নেমে যেতে পারে।

যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য, হাসপাতাল এবং বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য থেকে গবেষকরা ধারণা করছেন, করোনায় ৩৮ হাজার থেকে ১ লাখ ৬৬২ হাজার লোকের মৃত্যু হতে পারে। এদিকে এখন পর্যন্ত করোনায় যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৫৪৮ জন। মারা গেছে ১ হাজার ৩২১ জন। দেশটিতে করোনায় আক্রান্তের দিক দিয়ে বিশ্বের যেকোন দেশের তুলনায় বেশি। প্রতিনিয়ত দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।

Youtube

বিভাগসমূহ

Recent Comments
Scroll to Top
September 20, 2024

Editor & Publisher : Dr. Kanak Sarwar

© Copyright 2019-2024 Rajnity. All Rights Reserved