অর্থের বিনিময়ে কানাডা সীমান্ত দিয়ে বাংলাদেশীদের পাচারের অভিযোগে এক বাংলাদেশীকে সাজা হিসেবে ১৫ মাসের জেল দেওয়া হয়েছে। আদালতে অভিযুক্ত নিউ ইয়র্কের ওজোন পার্কের বাসিন্দা আতিকুর রাজ্জাক (২৮) কানাডা সীমান্ত দিয়ে গত সেপ্টেম্বরে তিনজন বাংলাদেশীকে পাচারের অভিযোগ স্কীকার করে বলেছেন এর আগেও তিনি কানাডা সীমান্তের নিকটবর্তী ওয়েষ্টভিল এলাকা দিয়ে একাধিক বাংলাদেশী নাগরিককে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে পাচার করেছেন।
গত সপ্তাহে ইউ এস এটর্ণী জন এ সারকোন ও সোয়ান্টন সেক্টের চীফ বর্ডার পেট্রল এজেন্ট রবার্ট গার্সিয়া সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। সাজা খাটার পর আতিকুর রাজ্জাককে যুক্তরাষ্ট্র থেকে বহিস্কার করা হতে পারে।
Recent Comments