নিউইয়র্ক সিটি কাউন্সিলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ নভেম্বর। ২৮ অক্টোবর থেকে আগাম শুরু হলো আগাম ভোট ভোট গ্রহণ শুরু হয়েছে। যারা আগাম ভোট দিতে চান, তারা আগামী ৫ নভেম্বর পর্যন্ত ভোট দিতে পারবেন। নিজ নিজ এলাকার নির্দিষ্ট ভোটকেন্দ্র দেখে ভোটাররা আগাম ভোট দিতে পারবেন। সকালে যেমন আগাম ভোট দেওয়া যাবে, তেমনি রাতের বেলায়ও ভোট দেওয়ার সুযোগ রয়েছে। রিডিস্ট্রিক্টের কারণে বিভিন্ন এলাকার সীমানা পরিবর্তন হওয়ায় এই ভোট হচ্ছে। সিটি কাউন্সিলের সদস্যপদ থেকে শুরু করে ডিস্ট্রিক্ট অ্যাটর্নিসহ বিভিন্ন বিচারক পদে নির্বাচন হচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, এই নির্বাচনে প্রার্থী তুলনামূলক কম। যেসব এলাকায় কোনো পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই, সেসব এলাকায় বর্তমানে ওই পদে যিনি রয়েছেন, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এদিকে ৭ নভেম্বর ভোট দেওয়ার জন্য ভোটারদের আগ্রহী করে তোলা হচ্ছে। বোর্ড অব ইলেকশন থেকেও বিভিন্ন বার্তা দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, আপনি যদি দিনের বেলায় কাজ করেন, তবে রাতে ভোট দিতে আসতে পারেন। সকালেও আসতে পারেন।
জানা গেছে, অ্যাক্সেসেবিলির ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে। সঠিকতা বজায় রেখে ভোটারকে চেক করা এখন অনেক সহজ। শারীরিক, দৃষ্টিশক্তি বা শ্রবণ প্রতিবন্ধীদের জন্য একটি নির্দিষ্ট পোল মেশিনের ব্যবস্থা রয়েছে। যাদের প্রয়োজন, তাদের জন্য এই মেশিন ব্রেইলে প্রিন্ট আউট করতে পারে।
আগাম ভোটের সময় ও তারিখ কাউন্টিজুড়ে সব জায়গায় একই রকম হবে। বোর্ড অব ইলেকশনের সাইটে গিয়েও ভোটাররা নির্বাচন নির্দেশিকা থেকে সব তথ্য জানতে পারবেন। সিটির যেসব পদে নির্বাচন হচ্ছে, এর মধ্যে রয়েছে কুইন্সের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি পদ, জাস্টিস অব দ্য সুপ্রিম, কোর্ট ১১ জুডিশিয়াল ডিস্ট্রিক্ট, জজ অব দ্য সিভিল কোর্ট-কাউন্টি কুইন্স, মেম্বার অব দ্য সিটি কাউন্সিল ২৭ কাউন্টি ডিস্ট্রিক্ট, জজ অব দ্য সিভিল কোর্ট-ডিস্ট্রিক্ট ৪র্থ মিনিসিপ্যাল কোর্ট ডিস্ট্রিক্ট-কুইন্স। প্রপোজাল নাম্বার ১, অ্যান অ্যামেন্টমেন্ট : রিমুভাল অব স্মল সিটি স্কুল ডিস্ট্রিক্টস ফর, স্পেশাল কনস্টিটিউশনাল ডিবেট লিমিটেশন। এবং প্রপোজাল নাম্বার ২, অ্যান আমেন্টমেন্ট : এক্সটেন্ডিং সিওয়েজ প্রজেক্ট ডিবেট এক্সুক্লুশন ফর্ম ডিবেট লিমিট। প্রতিটি এলাকায় একাধিক প্রার্থী নির্বাচন করছেন। অ্যাবসেন্টি ব্যালটে ভোট দেওয়ার জন্য ৬ নভেম্বর সর্বশেষ অনুরোধ করা যাবে, ৭ নভেম্বর জমা দিতে হবে। ইতিমধ্যে ২৮ থেকে ৩১ অক্টোবরের আগাম ভোট গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ১ নভেম্বর বুধবার সকাল ১০টা-৮টা, ২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা-৮টা, ৩ নভেম্বর শুক্রবার সকাল ৮টা-৪টা, ৪ নভেম্বর শনিবার সকাল ৯টা-৫টা, ৫ নভেম্বর রোববার সকাল ৯টা-৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
Recent Comments