মেয়রসহ সিটি প্রশাসনের অফিসিয়ালগণ বিভিন্ন পূজামন্ডপে
বিপুল উৎসাহ–উদ্দীপনায় নিউইয়র্কে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ২০ অক্টোবর, শুক্রবার থেকে তিথি অনুযায়ী নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রে শুরু হয় শারদীয় দুর্গোৎসব।
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস , ষ্টেট অ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমার, সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান ছাড়াও সিটি প্রশাসনের অফিসিয়ালগণ বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে সনাতন ধর্মাবম্বীদের শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। এদিকে দূর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবমুখ পরিবেশ বিরাজ করে।
পূজা উদযাপন পরিষদ উডসাইডের গুলশান ট্যারেসে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শারদীয় দুর্গোৎসনের আয়োজন করে। গত ২০ অক্টোবর, শুμবার থেকে শুরু হয়ে ২৩ অক্টোবর সোমবার পর্যন্ত ছিলো পূজার অনুষ্ঠানমালা। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র এরিক অ্যাডামস। মেয়র অ্যাডাম গত ২২ অক্টোবর রোববার পূজা মন্ডপ পরিদর্শন করেন। মেয়র পূজা মন্ডপে পৌছলে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং তার কপালে টিপ আর হাতে রাখি বেধে দেয়া হয়। এসময় মেয়রের সাথে ছিলেন ষ্টেট অ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমার, মেয়রের উপদেষ্টা দিলীপ চৌহান, ফাহাদ সোলায়মান, ডেমোক্র্যাট দলীয় নেতা ড. দিলীপ নাথ প্রমুখ।
Recent Comments