September 20, 2024
Latest news

নিউইয়র্কে শেষ হলো দুইদিনের বৈশাখী উৎসব

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আনন্দমুখর পরিবেশ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো দুই দিনব্যাপী বৈশাখী উৎসব। দ্বিতীয় দিন রোববার মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। শেষ দিনের আয়োজনেও ঢল নামে হাজারো প্রবাসী বাঙালির। 

পহেলা বৈশাখের সকালে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে প্রথমবারের মতো শতকণ্ঠে বরণ করা হয় বাংলা নতুন বছরকে। দুদিন ব্যাপী নানা আয়োজনে নববর্ষকে বরণ করে নেয় প্রবাসী বাংলাদেশিরা। রোববার দ্বিতীয় দিনের আয়োজনও শুরু হয় সকাল থেকেই। দিনভর চলে বাঙালি সংস্কৃতির নানা পরিবেশনা বৈশাখী মেলা। 

দ্বিতীয় দিনে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন তিনি। এসময় প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। 

তিনি বলেন,‘ এত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমি অভিভূত। আমেরিকার অগ্রগতিতে প্রবাসী বাংলাদেশিরা যে ভূমিকা রাখছেন তা অতুলনীয়।

পরে আয়োজক সংগঠন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড এর পক্ষ থেকে এরিক অ্যাডামসকে উত্তরীয় পরিয়ে দেয়া হয়। এসময় বাংলাদেশীদের পাশে থাকার জন্য মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম। 

বর্ণিল পোশাকে প্রবাসী বাঙালিদের অংশ্রগ্রহণে পুরো প্রাঙ্গণটি পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। এসময় আয়োজকরা জানান,বিশ্বের যে প্রান্তে বাংলাদেশিরা থাকবে, সেখানেই এই উৎসব হবে। 

বিদেশের মাটিতে প্রাণের উৎসবে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত প্রবাসীরা।

Youtube

বিভাগসমূহ

Recent Comments
Scroll to Top
September 20, 2024

Editor & Publisher : Dr. Kanak Sarwar

© Copyright 2019-2024 Rajnity. All Rights Reserved