September 20, 2024
Latest news

ইন্দোনেশিয়ায় আগুনে ১৭ জনের মৃত্যু


ডেস্ক রিপোর্ট
ইন্দোনেশিয়ার রাজধানীতে রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি তেলের ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৭ জনের মৃত্যু ও ৫০ জন আহত হয়েছে। খবর: এএফপি।
কর্মকর্তারা জানান, আগুনে বেশ কিছু বাড়ি পুড়ে গেছে। আগুনের আতঙ্কে হয়ে অনেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয় এবং জাকার্তার এনার্জি ফার্ম পার্টামিনা পরিচালিত ডিপোর কাছাকাছি অবস্থানে থাকা বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হয়।
জাকার্তার দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা জানায়, শুক্রবারের আগুনে কমপক্ষে ১৭ জন নিহত এবং আরো ৫০ জন আহত হয়েছে।
বিভাগীয় প্রধান সাত্রিয়াদি গুনাওয়ান এএফপি’কে বলেন, আগুন ছড়িয়ে পড়ার পর নিহত ও আহতদের অনেকেই গুরুতর দগ্ধ হয়।
সেনাপ্রধান দুদং আব্দুরচম্যান সাংবাদিকদের বলেন, সেখানে কয়েকঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি বলেন, ‘আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে।’
গুনাওয়ান বলেন, দমকলকর্মীরা সেখানের আগুন নিয়ন্ত্রণে আনার পর তা ‘ঠান্ডা করার চেষ্টা করছে।’
স্থানীয় সময় রাত ৮টার পর ডিপোটিতে আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
সেনাপ্রধান জানান, তারা এর কারণ অনুসন্ধান করে দেখছেন।
কোম্পানির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পার্টিমিনা আগুন নিয়ন্ত্রণে আনার এবং আশপাশের কর্মী ও বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ওপর বেশি জোর দেয়।

Youtube

বিভাগসমূহ

Recent Comments
Scroll to Top
September 20, 2024

Editor & Publisher : Dr. Kanak Sarwar

© Copyright 2019-2024 Rajnity. All Rights Reserved