১৯৭১ সালে বাংলাদেশের অধিবাসী ও সনাতন ধর্মাবলম্বীদের ওপর পাকিস্তানি সেনাবাহিনী যে নৃশংসতা চালিয়েছে সেটিকে গণহত্যা হিসেবে আখ্যা দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির দুই প্রভাবশালী আইনপ্রণেতা। সম্প্রতি প্রতিনিধি পরিষদে বিশ্লেষণ প্রতিবেদন উপস্থাপনের সময় তারা এ আহ্বান জানান। খবর পিটিআই।
ভারতীয়-মার্কিন কংগ্রেসম্যান রো খান্না ও সেভ চ্যাবট সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেন। অন্যান্য বিষয়ের মধ্যে তারা গণহত্যার সঙ্গে জড়িত থাকার কারণে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতেও পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
রিপাবলিকান পার্টির সদস্য চ্যাবট এক টুইট বার্তায় বলেন, গণহত্যার কারণে যে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে, সময়ের স্রোতে আমরা তাদের স্মৃতি হারিয়ে যেতে দিতে পারিনা। গণহত্যার স্বীকৃতি ইতিহাসকে শক্তিশালী করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের অধিবাসীদের এ ঘটনার বিষয়ে জানতে সাহায্য করবে এবং ভবিষ্যত অপরাধীদের এটি জানাবে যে এ ধরনের অপরাধ সহ্য করা হবে না বা ভুলে যাওয়া হবে না। ১৯৭১ সালে বাংলাদেশে যে গণহত্যা পরিচালিত হয়েছে সেটি ভুলে গেলে চলবে না।
ডেমোক্র্যাট এবং ক্যালিফোর্নিয়ার ১৭তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের মার্কিন প্রতিনিধি খান্না জানান, তিনি চ্যাবোটের সাথে ১৯৭১ সালের বাঙালি গণহত্যার স্মরণে প্রথম রেজল্যুশন প্রবর্তন করেছিলেন। যেখানে এটিকে সে সময়ের অন্যতম গণহত্যার ঘটনা হিসেবে আখ্যা দেয়া হয়।
Recent Comments