December 3, 2024
Latest news

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ উদঘাটনে গঠন করা হয়েছে ২টি কমিটি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জাতীয় গ্রিডে বিপর্যয়ের ঘটনা খতিয়ে দেখতে দুটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আজ মঙ্গলবার বিকালে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানান, বিদ্যুৎ বিভাগের একটি এবং তৃতীয়পক্ষের একটি কমিটি বিভ্রাটের কারণ খুঁজে বের করতে কাজ করবে।

এর আগে আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে রাজধানীতে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। মোহাম্মদপুর, ধানমন্ডি, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। অফিস-আদালতগুলোতে কাজ চলে জেনারেটর সংযোগের মাধ্যমে। এ ছাড়া চট্টগ্রাম, সিলেট ও খুলনার আংশিক এলাকা বিদ্যুৎহীন হয়ে যায়।

দুপুরে পিজিসিবির প্রধান প্রকৌশলী মোরশেদ আলম খান (সঞ্চালন-১) বলেন, আমাদের ঢাকা- সিলেট ও চট্টগ্রামে গ্রিড বিপর্যয় হয়েছে। প্রাথমিকভাবে আমরা এখনও এর কারণ খুঁজে পাইনি। তবে ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্র থেকে চেকিং শুরু হয়েছে। সন্ধ্যার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে সেসময় প্রত্যাশার কথা জানিয়েছিলেন তিনি।

দুপুর থেক্ন্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে আলোচনা শুরু হয়। নেটিজেনরা নিজ নিজ এলাকায় বিদ্যুৎ না থাকার কথা জানিয়ে পোস্ট দেন। সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই জানা যায়, কোন কোন এলাকায় সংযোগ ফিরতে শুরু করেছে।

Youtube

বিভাগসমূহ

Recent Comments
Scroll to Top
December 3, 2024

Editor & Publisher : Dr. Kanak Sarwar

© Copyright 2019-2024 Rajnity. All Rights Reserved