April 3, 2025
Latest news

নিউইয়র্কে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে বাড়িতে আগুন লেগে তিন শিশুসহ ৪ জন প্রাণ হারিয়েছে। রোববার ৩০ অক্টোবর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।

ব্রঙ্কসের ইউনিয়ন পোর্ট বিভাগের ক্যাসেল হিল অ্যাভিনিউয়ের কাছে একটি বাড়ির প্রথম ও দ্বিতীয় তলায় এই আগুন লাগে। আগুনের কারণ অনুসন্ধান চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে ১২ ও ১০ বছর বয়সী দুই ছেলেকে মৃত পাওয়া যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২২ বছর বয়সী এক যুবক ও ১০ মাসের এক কন্যাশিশুকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে এখনও ২ জন গুরুতর অবস্থায় আছেন। নিহতের পরিবারটি ইয়েমেনিয় এবং বাড়ীটির মালিক একজন বাংলাদেশী আমেরিকান।

নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস ঘটনাস্থলে গিয়ে জানান, তারা সব পরিবারের পাশে থাকবেন। দাফন ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেয়ার চেষ্টা করবেন।

Youtube

বিভাগসমূহ

Recent Comments
Scroll to Top
April 3, 2025

Editor & Publisher : Dr. Kanak Sarwar

© Copyright 2019-2024 Rajnity. All Rights Reserved