April 3, 2025
Latest news

নিউইয়র্কে সালমান রুশদির ওপর হামলা 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ব্রিটিশ লেখক সালমান রুশদির ওপর হামলার ঘটনা ঘটেছে। ‘স্যাটানিক ভার্সেস’ লিখে তিনি রোষানলে পড়েন। এরপর থেকে তিনি হত্যার হুমকি পেয়ে আসছেন। খবর বিবিসি’র।

সালমান রুশদির লেখা ‘দ্য স্যাটানিক ভার্সেস’ বইটি মুসলিম বিশ্বের অনেকেই ধর্মদ্রোহ বলে মনে করেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, চৌতাকুয়া ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন সালমান রুশদি। এ সময় তারা এক ব্যক্তিকে মঞ্চে দৌঁড়াতে দেখেন। ওই ব্যক্তি রুশদির সঙ্গে পরিচিত হওয়ার ছলে ঘুষি বা ছুরিকাঘাত করেন।

অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ঘটনার পরপরই রুশদিকে সহায়তা করতে অনুষ্ঠানে উপস্থিত লোকজন মঞ্চে ছুটে আসেন।

ঘটনাস্থলে থাকা লোকজন হামলাকারীকে আটক করেছে বলে জানা গেছে। তবে রুশদির অবস্থা বর্তমানে জানা যায়নি।

Youtube

বিভাগসমূহ

Recent Comments
Scroll to Top
April 3, 2025

Editor & Publisher : Dr. Kanak Sarwar

© Copyright 2019-2024 Rajnity. All Rights Reserved